বাংলাদেশ আওয়ামী লীগসহ ১১টি দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে যে রিট করা হয়েছে, তা না চালানোর কথা জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী। একই সঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের (দশম, একাদশ ও দ্বাদশ) বৈধতা নিয়ে করা রিটটিও না চালানোর কথা জানানো হয়েছে।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার রিট দুটি না চালানোর কথা জানান রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। এরপর আদালত রিট আবেদন দুটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।
প্রকাশক ও সম্পাদক
ইব্রাহিম হাসান (হাসনাইন)
# ঠিকানাঃ খালপার, সেক্টর-১২, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
০১৯৯৯-৫২২২৪৪
০১৯২১-৩০০ ৫০০
All rights reserved © 2025