আজকের নলডাঙ্গা প্রতিবেদনঃ নাটোরে বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ৭ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সঙ্গে এ মামলা থেকে অব্যহতি পেয়েছেন আরো ৬৭ জন নেতাকর্মী।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষনা করেন। এসময় আদালতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত না থাকলেও অন্যরা উপস্থিতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা।
শরিফুল হক মুক্তা জানান, ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারী নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর গ্রামে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহম্মেদ গামাকে হত্যার জেরে ৭ ফেব্রুয়ারী ঐ গ্রামের আওয়ামীলীগ নেতাকর্মীদের ১৮ টি বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ২০০৭ সালের ২৬ জুলাই দুলু সহ ৬৮ জনকে ৩টি ধারায় সাত বছরের কারাদণ্ড দেন তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এই সাজার বিরুদ্ধে আপীল করা হলে দীর্ঘ শুনানি শেষে আজ(১৫ জানুয়ারি) ২০২৫ বিচারক এ রায় দেন।
প্রকাশক ও সম্পাদক
ইব্রাহিম হাসান (হাসনাইন)
# ঠিকানাঃ খালপার, সেক্টর-১২, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
০১৯৯৯-৫২২২৪৪
০১৯২১-৩০০ ৫০০
All rights reserved © 2025