ঢাকাTuesday , 21 January 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন করেন- জেলা প্রশাসক আসমা শাহীন

admin
January 21, 2025 1:03 pm
Link Copied!

Spread the love

 

 

নাটোর জেলা প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ ১৭ ও জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালিকা অনুর্ধ ১৭ শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২১ জানুয়ারি) নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী প্রমুখ। টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় পর্যায়ে সাতটি করে উপজেলা দল ও নাটোর পৌরসভা সহ মোট ৮ টি দল অংশগ্রহন করছে। বালক বালিকা উভয় পর্যায়ের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাটোর সদর ও লালপুর উপজেলা দল।
আগামী ২৪ জানুয়ারি বালক ও বালিকা গ্রুপের ২ টি করে সেমিফাইনাল শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত তারুণ্যের উৎসবের অংশ হিসাবে আজ জাতীয় গোল্ডকাপ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।