প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৫:২৬ পি.এম
হারানো ছেলেকে পরিবারের কাছে ফিরিয়ে দিল নলডাঙ্গা পুলিশ

আজকের নলডাঙ্গা প্রতিবেদনঃ ১০ বছরের ছেলে শিশু রিয়াদ চুয়াডাঙ্গা জেলার নিজ বাড়ি থেকে বেরিয়ে আর নিয়ে যায়নি। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, দিক বিদিক অনেক খুঁজাখুঁজি করে হতবাক রিয়াদের পিতা-মাতা। শিশু রিয়াদ চুয়াডাঙ্গা জেলার বারুইপাড়া এলাকার ইকবাল হোসেনের ছেলে। ক'দিন আগে নাটোরের নলডাঙ্গা উপজেলার সরদার পাড়ার রেখা নামের এক মহিলা রিয়াদ কে নলডাঙ্গা বাজারে দেখতে পায়। পরে বিশিষ্ট ব্যবসায়ী ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান এর ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসেন। সেখান থেকে সেঞ্চুরি এগ্রো লিঃ এর সিনিয়র মার্কেটিং অফিসার জাহিদ হোসেন, সাংবাদিক মেহেদি হাসান বাবু এবং সাংবাদিক ও পরিবেশ কর্মী ফজলে রাব্বি'র সহযোগিতায় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। এতে রিয়াদের পরিবার তাদের হারানো ছেলের সন্ধান পান।
পরে তারা নলডাঙ্গা এসে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ছেলে রিয়াদ কে ফিরে পান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, হারানো শিশু রিয়াদ কে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।
শিশু রিয়াদের পরিবার বলেন, হারানো সন্তানকে ফিরে পেয়ে তারা আনন্দিত। নলডাঙ্গা থানা পুলিশ ও সাংবাদিকসহ যারা তাঁদের ছেলেকে হেফাজতে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবহিতকরণে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ ব্যক্ত করেছেন।
প্রকাশক ও সম্পাদক
ইব্রাহিম হাসান (হাসনাইন)
# ঠিকানাঃ খালপার, সেক্টর-১২, তুরাগ, উত্তরা, ঢাকা-১২৩০।
০১৯৯৯-৫২২২৪৪
০১৯২১-৩০০ ৫০০
All rights reserved © 2025