ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ আবদুল আউয়াল সরকার,কুমিল্লা
এপ্রিল ৯, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবদুল আউয়াল সরকার,কুমিল্লা

কুমিল্লার দেবীদ্বারে খরিপ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনায় বীজ ও সার বিতরণ করা হয়।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে দেবীদ্বার উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ওই প্রনোদনা বিতরণ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রায়হানুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন কৃষকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। দেশের জনগণের একটা বিশাল অংশ তাদের জীবনধারণের জন্য কৃষির উপর নির্ভর করে। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করেন। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান ১৯.১% এবং কৃষিখাতের মাধ্যমে ৪৮.১% মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। তাই সরকার কৃষকের উন্নয়নে কৃষিখাতে ভর্তুকী দিয়ে কৃষকদের সহায়তা করছেন। আপনারা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে এ প্রনোদনা যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবেন।