সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে এ্যাম্পুল, গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে সাত মাদকসেবিকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নূর মোহাম্মদ (৬৫), মইনুল ইসলাম (২৫), শ্রী বন্ধন কুমার (২০), মিলন হোসেন (৩৯), শ্রী ফটিক (৩২), এবাদুল হক (৪২), নিজাম প্রামাণিক (৭০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এ্যাম্পুল, গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে সাত মাদকসেবিকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নূর মোহাম্মদকে ৩ মাস, মইনুলকে ১ মাস, শ্রী বন্ধনকে ৩ মাস, মিলনকে ১ বছর, শ্রী ফটিককে ২ মাস, এবাদুলকে ৬ মাস, নিজামকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।