ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে অর্থ বিতরণ

মাসুদুর রহমান , দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান , দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিকের পরিবারের সদস্য ও অসুস্থ শ্রমিকদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) দুপুরে শহরের সুইহারীস্থ জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি।

অনুষ্ঠানে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল হক, সহসভাপতি মোহাম্মদ তুইয়ব আলী, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, সড়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রহিদুল ইসলাম রেজু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সম্রাট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লিটন, শ্রমিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য মিলন হাওলাদার, আনোয়ার হোসেন, রি্টু, মুন্নাসহ অন্যান্য সদস্য ও মৃত শ্রমিকের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুদান বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি বলেন, শ্রমিকদের নিকট থেকে আদায়কৃত চাঁদার টাকা হতে এই অনুদান দেয়া হয়েছে। ভবিষ্যতে যাতে আরো সহযোগিতা করতে পারি এ জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল হতে ২৬ জন শ্রমিকের পরিবারের সদস্যকে অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে ৫০ হাজার করে ২৪ জনকে, ২৫ হাজার করে দুই জনকে সর্বমোট সাড়ে ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।