ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

শাহজাহান সাজু কিশোরগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট এর অগ্নিকাণ্ডে নিঃস্ব সরুফা-হারুন দম্পত্তি পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা। গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক সারে চার ঘটিকায় তাদের বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত হয়। নিমিষেই চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় সরুফা-হারুন দম্পত্তির স্বপ্ন। সেদিন সরুফা-হারুণ দম্পত্তির বুকফাটা আর্তনাদ আর আহাজারিতে পানান গ্রামের বাতাস ভারী হয়ে যায়। গণমাধ্যম সূত্রে বিষয়টি হোসেনপুর উপজেলা প্রশাসনের নজরে আসে, পরে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার ( ভূমি) ফরিদ আল-সোহান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন । বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ইউএনও কাজী নাহিদ ইভা সরুফা-হারুন দম্পতির পরিবারের খোঁজ খবর নিতে দক্ষিণ পানান গ্রামে ছুটে যান এবং তাদের মাঝে বস্ত্র বিতরণ করেন ও পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় মানবিক ইউএনওর সাথে ছিলেন, গোবিন্দপুর ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক খোকা ও সরুফা-হারুন দম্পতির স্বজনরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে মানবিক ইউএনওর এমন মহানুভবতা ও সহযোগিতায় দক্ষিণ পানান গ্রামবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।