ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আদমদীঘিতে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি:
এপ্রিল ১৯, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক হোসনা আফরোজার নিকট এলাকাবাসীর পক্ষে শতাধিক স্বাক্ষরসংবলিত এই স্মারকলিপি জমা দেওয়া হয়। জানা গেছে, আদমদীঘি উপজেলা ১৯৮৩ সালে গঠিত হলেও দীর্ঘদিন আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত ছিল। বিগত ১৭ বছরে উপজেলা এলাকাটি নানা দিক থেকে পিছিয়ে পড়েছিল। তবে ২০২৩ সালের ৫ আগস্ট রুমানা আফরোজ ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই উপজেলায় দৃশ্যমান উন্নয়ন শুরু হয়। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনেন, শিক্ষার মান উন্নয়ন করেন এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নাগরিক সেবা সহজলভ্য করেন। এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের খেলাধুলায় উৎসাহ প্রদান, অসহায়দের মানবিক সহায়তা, রাস্তা-ঘাট উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে চলেছেন তিনি। উপজেলা অফিস ভবনের সামনের ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনসমূহ অপসারণ করে নতুন অবকাঠামো নির্মাণের মাধ্যমে মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে। প্রবেশদ্বার ও এপ্রোচ রোড উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জলমহাল ইজারার মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি তাঁর উল্লেখযোগ্য সাফল্য। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে একত্র করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন এবং জাতীয় ও সাংস্কৃতিক দিবসগুলো সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন। ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১লা বৈশাখসহ ৯টি জাতীয় অনুষ্ঠান তিনি সফলভাবে বাস্তবায়ন করেছেন। বাপ্পী, আসলাম, সিহাবসহ অর্ধশতাধিক এলাকাবাসী জানান, ইউএনও রুমানা আফরোজ যোগদানের পর উপজেলায় যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, তা এর আগে কখনো দেখা যায়নি। তাঁর কাজের প্রতি সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের সন্তুষ্টি রয়েছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতিও সফলভাবে নিয়ন্ত্রণে এনেছেন।
তাঁর কিছু অসমাপ্ত কাজ রয়েছে, যা শেষ হলে এলাকাবাসী আরও বেশি উপকৃত হবেন বলে তারা মনে করেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে তাঁর বদলির আদেশ প্রত্যাহারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তারা। এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, “এলাকাবাসী ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের জন্য আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। আমি বিষয়টি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।”