নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুরে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাউসার হোসেন (১৯) নামের এক যুবককে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ১৯ এপ্রিল শনিবার উপজেলার ভুজপুর থানার ১নং বাগান বাজার ইউনিয়নের হলুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আটককৃত কাউসার উপজেলার ভুজপুর থানার বাগান বাজার ইউনিয়নের হলুদিয়া সৈনিক পাড়া গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে।ভুজপুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মোঃ নুরুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১১টার দিকে ওই এলাকার পাটোয়ারী মার্কেটের পাশে জনৈক নাজিম সওদাগরের দোকানের পিছনে পাঁচ বছরের ওই শিশুকন্যাটিকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় কাউসার। এসময় তার চিৎকারে শিশুটির স্বজনসহ এলাকার লোকজন কাউসারকে আটক করে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে উপজেলার দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে অভিযুক্ত কাউসারসহ ভিকটিমকে উদ্ধার করে ভুজপুর থানায় নিয়ে যায়।
বাগান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন বলেন, ‘স্থানীয় একটি মহল ঘটনাটি তাৎক্ষনিক ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এলাকার যুব সমাজের প্রতিবাদের মুখে তা করতে ব্যর্থ হয়।’
ভুজপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. নুরুল আলম বলেন, ‘আটককৃত যুবক ও ভিকটিম বর্তমানে থানায় আছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদি হয়ে অভিযুক্তকে আসামী করে মামলা করেছেন। আমরা শিশুটিকে আপাতত পরিবারের জিম্মায় দিয়েছি।