ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীর ইসলামপুরে উচ্চমুল্য ফসল প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী 
এপ্রিল ২০, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুননগর গ্রামের মাঠে স্মলহোল্ডার এগরিকালচারাল কমপিটিটিভনেস প্রজেক্ট (এসএসসিপি-রেইনস) এর আওতায় উচ্চমুল্য ফসল প্রদর্শণীর আওতায় মাঠ দিবস প্রদর্শনীর ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুননগর মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইসলামপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুমা আক্তারের সঞ্চালনায় মোঃ রাকিবুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত ও বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রদায়ের অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কৃষি অধিদপ্তর খামারবাড়ী ঢাকার অতিরিক্ত পরিচালক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রসুল, এসএসসিপি রেইনস প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ তাজুল ইসলাম, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ক কর্মকর্তা মেহের মালিহা, কৃষক গোলাম মওলা, কৃষক উদ্দোক্তা মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ বলেন, ভারমি কম্পোষ্ট সার উৎপাদন
৪ চেম্বারে করতে করতে এখন ১২ চেম্বারে চাষ করছে। প্রতি কেজি ২০ দরে তারা এই সার কৃষকদের মাঝে বিক্রি করছে। এটা একটি নতুত উদ্ভাবন। এই সার ব্যবহার করে কৃষক উপজৃত হচ্ছে। কৃষক রাকিবুল ইসলাম যাদু জাতের শসা চাষ করেছেন ৫০ শতাংশ জমিতে। আর এরজন্য ৫০ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। এ থেকে তিনি ১ লাখ ২০ হাজার টাকা শসা বিক্রি করেছেন। এই চাষ লাভবান হওয়ায় এখন অনেক কৃষক এই চাষে আগ্রহী হয়ে উঠছেন। এখানে নতুন নতুন কৃষি উদ্দোক্তা সৃষ্টি হচ্ছে। এখানে অপর এক কৃষক রাকিবুলকে দেখে এবারই প্রথম
১বিঘা জমিতে শসা চাষ করেছেন। তার এখন পর্যন্ত খরচ হয়েছে ৫০ হাজার টাকা। এখন পর্যন্ত ১ লাখ এর কিছু বেশি টাকা বিক্রি করেছেন তিনি।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলার প্রতিটি উনিয়নে আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ প্রতিটি মাঠে মাঠে গিয়ে সাধারণ কৃষকদের সাথেকাজ করে থাকে। আমরা কৃষিকে আধুনিক করতে এলাকায় এলাকায় নতুন নতুন উদ্দোক্তা সৃষ্টি করে চলেছি। আমাদের উর্দ্ধতন কর্মকর্তাগণ সব সময় আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন। আমরা আগামীতে বালিয়াকান্দিকে আধুনিক কৃষি এলাকা হিসেবে গড়তে পারবো বলে আশাবাদী।