ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীর সোনাপুর হাটে সংঘর্ষ, আহত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে তরমুজ বাজারে সংঘর্ষে ২ জন গুরুত্বর জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টার সময় জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।

সোনাপুর হাটটি খাস আদায় নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা দেখা যায়। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের খবির মন্ডলের ছেলে আরজুল মন্ডল , কদম সহ ১০/১২ জন রামদা, হাসুয়া, চাইনিজ কুড়াল, কাঠের বাটাম, চাপাটি, লোহার পাইপ দিয়ে অতর্কিত ভাবে বেতবাড়ীয়া গ্রামের মৃত আইনউদ্দিন মোল্লার ছেলে শিমুল মোল্লা ও বাবুল মোল্লার উপর হামলা করে। শিমুল মোল্লার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কোপ দেয় ও বারী মেরে জখম করে ঘটনা স্থল থেকে সটকে পড়ে।

আহত অবস্থায় শিমুল মোল্লা ও বাবুল মোল্লাকে উদ্ধার করে স্থানীয় জনতা শিমুল মোল্লাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রার্থমিক চিকিৎসা দেওয়া হয়, অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বাবুল মোল্লাকে প্রার্থমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত শিমুল মোল্লা বলেন হাটটি মূলত খাস। শনিবার রাতে বিএনপির সাবেক নেতা সাইদুল ইসলাম শাহীন নিলামে বিক্রি করার ঘোষনা দিয়ে বিক্রি করতে থাকে। আমরা প্রতিবাদ করলে ৪ টি সেকশন বাদ রেখে সকল সেকশন বিক্রি করে। রবিবার হাটে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে কয়েকজন সাধারন ব্যবসায়ীরা আমার কাছে বলার পর আমি প্রতিবাদ করি, ঠিক তখনই আমার উপর অতর্কিত হামলা করে বসে হামলাকারীরা, আমার ভাই বাবুল মোল্লা ঠেকাতে আসলে তাকেও এলোপাতাড়ি ভাবে মারধর করে তারা।

আমার ব্যবহৃত স্মার্টফোন ও পকেটে থাকা নগদ টাকা, স্বর্ণের চেইন ও আংটি ছিনিয়ে নেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কালুখালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুুতি চলছিল।