ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে মোঃ কামাল হোসেন (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলি খালকুলা গ্রামের মাঠের মধ্যে এ ঘটনা ঘটে । নিহত কামাল হোসেন একই গ্রামের আবু সাঈদ শেখের ছেলে।

স্থাণীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সোয়া ১০ টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামের আবু সাঈদ শেখের ছেলে মোঃ কামাল হোসেন (২৬) বাড়ির পাশে মাঠে কৃষি কাজ করতে যায়। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে মাটিতে কামাল লুটিয়ে পড়েন।তার পাশে থাকা অন্যজন তার ফুফাতো ভাই রাজু শেখ দেখতে পায় কামাল মাটিতে লুটিয়ে পড়েছে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।