ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় চুরি হওয়া নৌকাসহ দুইজন আটক

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে চুরি হওয়া একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুইজনকে আটক করেছে জনতা। শনিবার (১৯ এপ্রিল) সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা ওই নৌকাটির সঙ্গে আটক হন মিলন মিয়া (৩৩) ও মতি মিয়া (৪১)। রোববার (২০ এপ্রিল) সকালে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক মিলন মিয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মূলবাড়ী চরের হাছেন আলীর ছেলে এবং মতি মিয়া সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রান্ধুনীবাড়ী গ্রামের কুদ্দুস আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল কর্ণিবাড়ী ইউনিয়নের মূলবাড়ী চরের মালেক বেপারীর একটি ইঞ্জিনচালিত নৌকা ডাকাতমারা নৌঘাট থেকে চুরি হয়। পরদিন (১৯ এপ্রিল) মালেক বেপারী সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন নৌকাটি সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে নৌকার সঙ্গে থাকা দুই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে জনতা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান আটক দুজনকে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।”