নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে আবু তাহের (৪৮) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার চরকাওনা-মইষাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু তাহের ওই এলাকার বাসিন্দা। স্থানীয় বাজারে ওষুধের দোকান রয়েছে তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে আবু তাহেরসহ তিনজন ফসলের জমির মধ্যে থাকা সেচ মেশিন ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহেরের মৃত্যু হয়।
এতে আহত হন তার সঙ্গে থাকা দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মেনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।