ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর, আহত ৭

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
২১শে এপ্রিল ২০২৫
ঝিনাইদহ শৈলকুপায় কৃষি জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। এসময় ৫টি বাড়িঘর ভাঙচুর, কাছ কর্তন ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামে সামজিক দুই দল আবু তালেবের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় দবিরের সমর্থকরা।

জানা যায়, আজ সকালে আনিপুর গ্রামে ক্ষেতে পানি দেওয়ার সময় দবিরের সমর্থক রাফিজের সঙ্গে কথা কাটাকাটি হয় আবু তালেবের সমর্থক আমিরুলের। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের লাল্টু, দবির, রাফিজ, ও মানিকের বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাড়িঘরে ইটপাটকেল ছোড়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের টিন, দরজা জানালা ভাঙে। এসময় বেশ কিছু জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় দবির, লাল্টু, মানিক, বাপ্পি, রাফিজ, রফিক, আতিকুলসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

শৈলকূপা থানা ওসি মাছুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সে কারণে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি।