এ বি অপু, সিলেট।
বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে বিনা খরচে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ সমঝোতার আওতায় বাংলাদেশি কর্মীরা বিনা মূল্যে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ পাবেন এবং প্রশিক্ষণ শেষে বিনা অভিবাসন খরচে জাপানে কাজ করার সুযোগ পাবেন।
জাপানে ২০১৭ সাল থেকে কারিগরি শিক্ষানবিশ (টেকনিক্যাল ইন্টার্ন) হিসেবে বাংলাদেশি কর্মী পাঠানো হচ্ছে। নতুন এই সমঝোতার ফলে আরও বেশি সংখ্যক দক্ষ কর্মী জাপানে যেতে পারবেন। প্রশিক্ষণের আওতায় রয়েছে কেয়ারগিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, কার পেইন্টিং, ওয়েল্ডিং ও অটোমোবাইল মেকানিকসহ বিভিন্ন খাত।
এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে **টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (TITP)** চালু করা হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে কর্মীদের জাপানি ভাষা, সংস্কৃতি ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতা শেখানো হবে। আগ্রহীদের সরকার নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে।
বাংলাদেশ কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং **JDS Program**-এর মাধ্যমে আবেদন করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য বিএমইটির অফিসিয়াল ওয়েবসাইট [www.bmet.gov.bd](http://www.bmet.gov.bd) ভিজিট করতে পারেন।
এ বিষয়ে বিএমইটির জনসংযোগ কর্মকর্তা আজ সোমবার (২১ এপ্রিল) জানান, ইতোমধ্যেই অনেক আগ্রহী প্রশিক্ষণের জন্য আবেদন করেছেন। তিনি বলেন, “এই উদ্যোগ বাংলাদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে, যা তাদের আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের পথ সুগম করবে।”
এই প্রোগ্রামে অংশগ্রহণ করে দক্ষতা অর্জনকারী কর্মীরা জাপানের শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।