ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলতলায় মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মোহাম্মদ হাবিবুর রহমান, খুলনা প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ হাবিবুর রহমান, খুলনা প্রতিনিধি।

খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারের পিপরায়েল গ্রামে সুমন মোল্লা (৩২) নামের এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর একটায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান দুপুর একটা ৪০ মিনিটে নিজ মোটরসাইকেল নিয়ে জামিরা বাজারের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে কিছু দূরে পিপরাইল নামক জায়গায় তিনি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক তার গতিরোধ করে। সুমন মোল্লা।কিছু বুঝে ওঠার আগে একজন তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার ডান থুতনি ভেদ করে বের হয়ে যায়। এ সময় সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মনিরুজ্জামান খান সুমন মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরার জন্য পুলিশ চেকপোস্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমন মোল্লার মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।