মোঃ গোলাম রাব্বানী , খুলনা:
খুলনা থানাধীন পথের বাজার চেকপোস্টে বিআরটিএ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।মঙ্গলবার সকাল ১১ টা থেকে পথের বাজার চেকপোষ্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে (আদালত ১৫) অনুষ্ঠিত হয়।এ সময় মোটরযানের বৈধ কাগজপত্র চেক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক দাউদ হোসেন, বেঞ্চ সহকারি শেখ জিহাদি জামান ,পথের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপ্লব কান্তি দাস, এসআই আসাদুজ্জামান সহ ডিউটি রত পুলিশ সদস্যবৃন্দ। এ সময় ৭টি মামলা ও১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।