ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও চাঁদা দাবি- যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মোঃ মাহফুজুর রহমান মাসুম
এপ্রিল ২৩, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরে এক যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে কু প্রস্তাব ও চাঁদা দাবীর থানায় মামলা দায়ের। এতে ঐ ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

২২ এপ্রিল মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে উজিরপুর মডেল থানার একটি মামলা দায়ের করেন।

স্থানীয়, ভুক্তভোগী, ও মামলা সুত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার শিকারপুর বন্দরের একটি দোকানের সামনে জয়শ্রীর বাসিন্দা এক প্রবাসীর স্ত্রীকে উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক জালিছ মাহমুদ মৃধা প্রকাশ্যে কু – প্রস্তাব দেয় এবং নগদ তিন লক্ষ টাকা চাদা দাবি করে। এসময় ওই নারী চাদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নানা ভাবে হুমকি ধামকি দেয়।

যুবদলের যুগ্ম আহব্বায়ক জালিসছ মৃধার কু প্রস্তাব ও চাঁদাদাবী র একটি রেকডিং ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সুত্রে আরো জানাযায়, অভিযুক্ত জালিছ মৃধার নামে রয়েছে একাধিক চাদাবাজি, নারী কেলেঙ্কারী, দখল বানিজ্য সহ অর্ধশতাধিক অভিযোগ। শুধু তাই নয় সম্প্রতি শিকারপুর বন্দরের এক বীর মুক্তিযোদ্ধার দোকান ঘরে বিএপির ব্যানার সাটিয়ে দখল করার ও অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে। দেশের ৩০ টির বেশি পত্র-পত্রিকায় দোকান দখলের চেষ্টার ঘটনায় সংবাদ প্রচার হয়। মুক্তিযোদ্ধা পরিবারটি স্বরাষ্ট্র উপদেষ্টার শরণাপন্ন হলে যুবদল নেতা জালিস মৃধা নিকট হতে দোকান ঘর ফিরে পান।

শুধু তাইনয়, জালিস মৃধার বিরুদ্ধে রয়েছে অন্যের জমি দখল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন, ভিজিএফের চাল চুরি, সহ বিভিন্ন অভিযোগ। তার ভয়ে এলাকার সাধারন মানুষের মনে সর্বদা আতংক বিরাজ করে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, মামলা দায়েরের পর আমাকে ও আমার পরিবারকে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে লম্পট জালিছ মৃধা। উজিরপুর থানা পুলিশকে অবহিত করলেও রহস্য জনক কারনে তারা কোনো পদক্ষেপ গ্রহন করছে না। আমি আমার পরিবারে নিরাপত্তা চাই। লম্পট জালিছ মৃধার দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

উজিরপুর মডেল থানায় ওসি আব্দুস সালাম জানান, এক প্রবাসীর স্ত্রীর নিকট চাঁদা দাবি ও কু প্রস্তাবের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মোঃ মাহফুজুর রহমান মাসুম
উজিরপুর বরিশাল প্রতিবেদক
০১৭১২৬০৩৮৯৩