নুরুল আবছার নূরী
খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মানবতাবাদী মহাজ্ঞানী ব্যক্তিত্ব ক্যাথলিক ধর্মগুলো পোপ ফ্রান্সিসে’র মৃত্যুতে ফটিকছড়ি উপজেলা পাইন্দং ইউনিয়নে হাইদচকিয়ার সূর্যগিরি আশ্রম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য, অর্চ্চনা রানী আচার্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই , বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, ধীমান দাশ, সমীর কান্তি দাশ, সমীর পাল, অভিবসু মল্লিক গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক শোক প্রকাশ করেন। পৃথিবীর সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনায় এই মানবতাবাদী মহাপুরুষ সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তার মহাপ্রয়াণে বিশ্ব একজন উদার অসম্প্রদায়িক মানবতাবাদী ধর্মগুলোকে হারিয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে সূর্যগিরি আশ্রমের সকল সদস্যদের পক্ষ থেকে তার আত্মার সৎগতি কামনা করেছেন। আমরা পৃথিবীর সকল মানুষের কাছে কাদে কাদ মিলিয়ে সৃষ্টিকর্তার কাছে সকলের কল্যাণ কামনা করছি।