ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ পণ্য উৎপাদন : বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ পণ্য উৎপাদনের অপরাধে মুহিত বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শাহজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের জয়ন্তবাড়ী গ্রামে ‘মুহিত বেকারি’তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান। মেহেদী হাসান বলেন, অভিযান চলাকালে দেখা যায়, মুহিত বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে নষ্ট, পচা ও ভাঙা ডিম, মেয়াদোত্তীর্ণ জেলি। পাশাপাশি মোড়কবিধিও মানা হয়নি। এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২০ দিনের মধ্যে পরিবেশ উন্নত করার জন্য মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। অভিযানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।