ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে প্রীতির বন্ধনে আবদ্ধ ইবির আইন বিভাগের শিক্ষার্থীরা

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:

সম্পর্কের বন্ধনকে দৃঢ় ও মজবুত করতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ ও চড়ুইভাতির আয়োজন করেছে ইবির আইন বিভাগের জুনিয়র ও সিনিয়র শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২ টায় শাহ আজিজুর রহমান হলের ডাইনিং রুমে চড়ুইভাতি এবং বুধবার দিনের বেলা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে তারা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী নাজমুল করিম অর্ণব, এনামুল হক ইমন, রিয়াদুল ইসলাম অন্তু এবং ২২-২৩ শিক্ষাবর্ষের ইসমাইল আহমেদ তালহা, আতিক আনাম রোজ, মামুন, আরমান, শুয়াইব সহ ২২-২৩ ও ২৩-২৪ শিক্ষাবর্ষের অন্যান্য শিক্ষার্থীরা।

এ সময় অনুষ্ঠানে আইন বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম খান বলেন, খেলার মাধ্যমে ডিপার্টমেন্টের বড়ভাইদের সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে এবং একসাথে খাওয়া দাওয়া, আড্ডাসহ একটি ভালো দিন কাটলো।

২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাঈল আহমদ তালহা বলেন, পড়াশোনার একঘেয়েমি দূর করতে খেলাধুলা কার্যকরী ভূমিকা রাখবে। এরকম আয়োজন বিভাগের শিক্ষার্থীদের একতা তৈরিতে এবং ভবিষ্যত জীবনে লক্ষ্যপানে পৌছাতে কার্যকরী ভূমিকা রাখবে।
২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিক আনাম রোজ বলেন, এরকম আয়োজন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের বন্ধন আরো মজবুত করে।
২২-২৩ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী মামুন বলেন, দুই সেশনের সবার অংশগ্রহণে সুন্দর একটি আয়োজন হয়েছে। এরকম আরো আয়োজনের পরিকল্পনা আছে।

২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনামুল হক ইমন বলেন, আইন বিভাগের ৩৫ ও ৩৬ তম ব্যাচের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে আমি রেফারি হিসেবে ছিলাম। খুব সুন্দর ও ভালো একটি ম্যাচ হয়েছে। এর ফলে তাদের মধ্যকার প্রতিভা প্রকাশ পাবে ও খেলাধুলার প্রতি আগ্রহ প্রকাশ পাবে।

২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল করিম অর্ণব বলেন, এমন আয়োজন খুবই ভালো। যার মাধ্যমে শুধু সাক্ষাৎ না বরং গভীর সম্পর্ক তৈরি হয়।

উল্লেখ্য প্রীতি ফুটবল ম্যাচটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২২-২৩ ও ২৩-২৪ এর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১:০ গোলে বিজয়ী হয়।