ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় নেশার এ্যাম্পুল সহ আটক ৩

সজীব হাসান,, ( বগুড়া) প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান,, ( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৭৭ পিচ নেশার এ্যাম্পুল ইনজেকশনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকালে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর তিন কোয়াটার্স এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই বকুল হোসেন জানান, ওই স্থানে এ্যাম্পুল বিক্রির জন্য রাস্তার মোড়ে তিন ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় আটক হয়। এরপর তাদের দেহ তল্লাশীকালে লুঙ্গির ভাজে সাদা পলিথিনে মুড়ানো অবস্থায় ৭৭ পিচ নেশার এ্যাম্পুল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর মৃত তোতা মিয়ার ছেলে জুয়েল (৫০), রেলওয়ে হাসপাতাল কলোনীর মৃত আলমের ছেলে আরিফ (৩৪) ও নওগাঁ সদরের পার বোয়ালিয়া গ্রামের মৃত আলমের ছেলে শামীম হোসেন (৩২)।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।