নুরুল আবছার নূরী
চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার সড়ক দুর্ঘটনায় মোঃ ইউসুফ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে হেয়াকো-বারৈয়ারহাট সড়কে ভুজপুর থানার দাতঁমারা ইউনিয়নের করইবাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ দাতঁমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাংলাপাড়া এলাকার মোঃ ইউনুসের এক মাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানান হেয়াকো -বারৈয়ারহাট সড়কে উভয় দিক থেকে আসা সি,এন,জি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোঃ ইউসুফ মারাত্মক ভাবে আহত হয়েছে। পরে স্হানীয়রা তাক উদ্ধার করে পাশ্ববর্তী মিরসরাই বারৈয়ারহাট একটি বেসরকারি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা সাংবাদিক মোঃ আবুল মনছুর এর সততা নিশ্চিত করেন।