ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরির আঘাতে একজনের মৃত্যু

Link Copied!

মোঃ জাহিদ হোসেন জিমু

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা নেসকো ওয়ান অফিসের মেইন গেটের সামনে আজ ভোর ৪ টার দিকে মিশুক অটো গাড়ি চালকের কাছ থেকে ছিনতাইকারী মিশুক অটো গাড়িটি ছিনিয়ে নেয় এবং ছিনতাইকারী মিশুক চালককে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে ঐ চালককে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।….. ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

জানা গেছে ঐ মিশুক চালকের পিতা- মৃত আব্দুল হামিদ মিয়া।
ঠিকানা- কেশামত ফলিয়া ফারাজি পাড়া। অটো মিশুক চালক ছেলেটির নাম-ঠান্ডা মিয়া। ছেলেটি আগে পত্রিকা বিধানে কাজ করতেন এবং বর্তমানে মিশু চালাতো।

প্রসঙ্গক্রমে বলতে হয়, গত ১ মাসে গাইবান্ধা পৌর শহরে প্রায় ৭ থেকে ১০ টি ছিনতাই সহ ১ টি খুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৫ শে এপ্রিল শুক্রবার ভোররাত্রী আনুমানিক ৩ থেকে ৪ টার সময় গাইবান্ধা জেলা স্টেডিয়ামের সামনে (নেসকো ওয়ান এর মেইন গেট) ঠান্ডা নামে এক অটো রিক্সা চালক কে এলোপাথাড়ি মারপিট সহ ছুড়ি দিয়ে পেটের নাড় ভুড়ি বের করে তার অটো রিক্সা টি নিয়ে চলে যায়। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

গাইবান্ধা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৬২ টি সিসি ক্যামেরা জেলা পুলিশের পক্ষ থেকে লাগানো হয়েছে সেগুলো কি কোনো কাজে আসছে? কেনো পুলিশ এত ছিনতাই ঠেকাতে পারতেছে না? একটার পর একটা ছিনতাইয়ের ঘটনা নিয়ে সাধারন জনগন রয়েছে অনেক আতংকে, এ দায় কে নিবে????
গাইবান্ধা বাসী জানতে চায়।