ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Link Copied!

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি, রাঙ্গামাটিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক ফুটবল একাদশের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিকাল ৩:৩০ ঘটিকার সময় ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ নিজাম উদ্দিন বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ ওমর আলী, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হুমায়ুন কবির, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জাবেদুল আলম, বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক জনাব সেলিম উদ্দিন বাহারী, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য মোঃ আতাউর রহমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জনাব সেলিম জাবেদ মুছাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে ফাইনালে উঠেছে মুসলিম ব্লক ফ্রেন্ডশিপ একাদশ এবং পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব। আজ ২৫ এপ্রিল মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলা। মোঃ ওমর ফারুক, অধিনায়ক, পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের এবং রাজু চাকমা, অধিনায়ক, মুসলিম ব্লক ফ্রেন্ডশিপ একাদশের হয়ে খেলায় নেতৃত্ব দেন। খেলার প্রথমার্ধে পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব ১ এবং মুসলিম ব্লক ফ্রেন্ডশিপ একাদশ ১ গোল করে। বিরতির পর পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব আরও ১ গোল করে ২-১ গোলে মুসলিম ব্লক ফ্রেন্ডশিপ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আয়োজক কমিটি চ্যাম্পিয়ন দলকে ২০,০০০ টাকা এবং রানারআপ দলকে ১০,০০০ টাকার প্রাইজমানিসহ ট্রপি তুলে দেন।
খেলায় ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন তারিকুল ইসলাম মায়েজ, ম্যান অব দ্যা ফাইনালের পুরস্কার জিতেন মনেষ চাকমা, সেরা গোল রক্ষকের পুরস্কার পান এ্যালপিন চাকমা এবং সর্বোচ্চ গোল দাতার পুরস্কার অর্জন করে যৌথভাবে শাকিব ও ওয়াকিল চৌধুরী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ নিজাম উদ্দিন বাবু টুর্নামেন্ট আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং তিনি প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে মুসলিম ব্লক মাঠের সংস্কারের ব্যবস্থা নিবেন।
রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ ওমর আলী বলেন অতীতে যে সরকার ক্ষমতায় ছিল তারা মুসলিম ব্লকের চোখে পড়ার মত দৃশ্যমান কোন উন্নয়ন করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসলে মুসলিম ব্লককে আরও আধুনিকায়নের ব্যবস্থা নিবেন।
অনুষ্ঠানে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা বলেন – আধুনিক, ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ সমাজ গড়ে তুলতে হলে খেলেধুলার অন্য কোন বিকল্প নাই। তিনি শ্রোগানে বলেন – “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল।”
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হুমায়ুন কবিরসহ আরও অনেকেই তাদের মূল্যবান বক্তব্য রাখেন।