শেখ মোবারক হোসাইন সাদী,নিকলী
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের নগরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মফিজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার ঔরষজাত পুত্র মোঃ নাঈম সরকারের (১৯) সাথে পারিবারিক, সামাজিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করেছেন।
ঘোষণাপত্রে মোঃ মফিজুল ইসলাম উল্লেখ করেন, তার তিন পুত্র ও দুই কন্যার মধ্যে মোঃ নাঈম সরকার সর্বকনিষ্ঠ সন্তান। একাদশ শ্রেণির এই ছাত্রকে তিনি অনেক আদর-যত্নে লালন-পালন করলেও বর্তমানে সন্তানের অশোভন ও অবাঞ্চিত আচরণে তিনি চরম মর্মাহত। মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে মোঃ নাঈম গভীর রাতে বাসায় ফিরে মা-বাবার উপর অমানবিক নির্যাতন ও গালিগালাজ করছে বলে ঘোষণাপত্রে অভিযোগ আনা হয়েছে। এছাড়া ভিন্ন ধর্মের নারীতে আসক্ত হয়ে এমন কিছু কার্যকলাপে লিপ্ত হয়েছে, যা তার পরিবার ও সমাজের মর্যাদার পরিপন্থী।
মোঃ মফিজুল ইসলাম তার পরিবারের সম্মান রক্ষার্থে মোঃ নাঈম সরকারের সাথে সমস্ত পারিবারিক, সামাজিক, দালিলিক ও আর্থিক সম্পর্ক এবং যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তির অধিকার ছিন্ন করার সিদ্ধান্ত নেন। তিনি ২৪ এপ্রিল ২০২৫ তারিখে কুমিল্লা নোটারী পাবলিক কার্যালয়ে একটি হলফনামা (নং- ৫৫৬/২৪-০৪-২০২৫) দাখিল করে এ সম্পর্ক ছিন্ন করেন এবং আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।