নুরুল আবছার নূরী
ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমদের পক্ষে সংহতি প্রকাশ করে এবং ইয়াহুদী বাদি ইসরায়েলের গণহত্যা বন্ধদের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাব সামনে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিত ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন। সমাবেশে বক্তব্য রাখেন ডক্টর মাওলানা মোহাম্মদ এনায়েত উল্লহ আব্বাসী,আল্লামা আবুল কাশেম নূরী, আল্লামা মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদী,মাওলানা হাসান আজহরী,মাওলানা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারীসহ বিভিন্ন দরবারে সাজ্জাদনশীন, শাহজাদা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবীন নবীন আলেম ওলামা, বুদ্ধিজীবীগণ উপস্থিত ছিলেন।
সকাল ১০ থেকে শুরু হবার কথা থাকলেও তার ২ ঘন্টা আগে প্রেসক্লাব কানায় কানায় পুর্ণ হয়ে যায়। সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়ে যায়। প্রেসক্লাব থেকে শুরু করে সচিবালয়,মতিঝিল নয়াপল্টন, পুরানাপল্টন, বায়তুল মুকারম, গুলিস্হান,শাপলা চত্বর, হাইকোর্ট দোয়েল চত্বরসহ চতুর দিকে লোকে লোকারণ্য হয়ে উঠে। বক্তারা বলেন ইসরায়েলের বর্বোরিত গণহত্যা, নির্যাতন বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে একটি স্বাধী সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করতে জাতীয় সংঘসহ সকল রাষ্ট্রের প্রতি আহবান জানান। ভারতের সংখ্যালগু মুসলমানদের উপর নির্যাতন বন্ধ, কাশ্মীর যুদ্ধ বন্ধ করতে জাতীয়সংগের প্রতি আহবান জানান। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহবান জানান। বিভিন্ন দাবি নিয়ে একটি ঘোষণা পত্র পাঠ করেন। সমাবেশের শেষে একটি মিছিল রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়তুল মুকারমে এসে শেষ হয়।