স্টাফ রিপোর্টার
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সম্প্রতি তার তৃতীয় স্ত্রী রিয়া মনিকে ডিভোর্স দিয়েছেন। এরপর রিয়া মনির সঙ্গে ম্যাক্স রাজু নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের সম্পর্কের কথা জানান হিরো আলম। এবার সেই ম্যাক্স রাজুর স্ত্রী ইতিকে নিয়ে শনিবার কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় মিয়া শিশু মেলা নামে পার্কে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
এ সময় হিরো আলম বলেন, 'আমার বাবা মৃত্যুশয্যায় অথচ রিয়া আমার বাবার কাছে না এসে রাজুর সঙ্গে ডান্স ভিডিও বানায়। এসবের কারণে রিয়াকে ডিভোর্স দিয়েছি। এই রিয়ার কারণে তিনটি সংসার ভেঙে গেছে। এ সময় রাজুর স্ত্রী বলেন, 'রিয়াকে ধন্যবাদ কারণ আমার জীবন থেকে আমার স্বামীর মতো বাজে লোককে নিয়ে গেছে।'
উল্লেখ্য, ১৫ এপ্রিল রাতে হিরো আলমের বাবা মারা যায়। এরপর থেকে হিরো আলম ও তার স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়।