তরফদার মামুন,মৌলভীবাজার প্রতিনিধি:
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যতিক্রমী ভূমিকা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে 'পুলিশ ফোর্স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ ২০২৪' (আইজিপি ব্যাজ) অর্জন করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পেশাগত সম্মানগুলোর একটি হিসেবে বিবেচিত এ ব্যাজ হাতে তুলে দেবেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিপিএম। আসন্ন পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হবে এ মর্যাদাপূর্ণ অনুষ্ঠান।
পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পেয়েছে নতুন মাত্রার নিরাপত্তা ব্যবস্থা ও অপরাধ দমনের কার্যকরী রূপরেখা। তাঁর নিরলস প্রচেষ্টা, সৎ নেতৃত্ব এবং জনগণের প্রতি দায়িত্বশীলতার ফলেই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত হয়েছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনেও তিনি রেখেছেন অনন্য ভূমিকা।
তারকামুখর এই স্বীকৃতি মৌলভীবাজারবাসীর জন্যও গর্বের বিষয়। জেলা পুলিশের সব কর্মকর্তা, সদস্য ও সাধারণ মানুষের পক্ষ থেকে পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেনকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর এ সাফল্য ভবিষ্যতে জেলার আইন-শৃঙ্খলা রক্ষার নতুন দিগন্ত উন্মোচনে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ সপ্তাহের এই বিশেষ মুহূর্ত মৌলভীবাজার জেলা পুলিশের জন্য যেমন সম্মানের, তেমনি পুলিশ সুপারের দায়িত্ববোধ ও প্রতিশ্রুতির প্রতীক হয়ে থাকবে বহুবছর ধরে।