ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে মুক্তিযোদ্ধার পরিবারকে মারধর ও লুটপাটের অভিযোগ

মোঃ নাঈম মল্লিক,ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নাঈম মল্লিক,ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে মারধর করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নলছিটি থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মজিবর রহমান তালুকদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) রাতে পৌরসভার সূর্যপাশা এলাকায় এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান তালুকদার জানান, তার ছেলে সাইফুল ইসলাম হিরণের সঙ্গে একই এলাকার তারেক, তাহিন, তুহিন, সুজন, হৃদয় ও নান্টুর সঙ্গে পূর্ব থেকে বিরোধ চলছিল। এর জের ধরে তারা বসতঘরে হামলা চালিয়ে হিরণকে মারধর করে এবং একটি স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটে নেয়। হামলায় আহত হিরণকে বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।