ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত ২০ মন ওজনের চাঁপাইনবাবগঞ্জের রুবেল

মোঃ তুহিন( চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ)
এপ্রিল ২৯, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তুহিন( চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ)

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত ২০ মণের বিশাল দানব আকৃতির রানী শংকর জাতের ষাঁড় চাঁপাইনবাবগঞ্জের রুবেল নামের গরুটি। চাঁপাইনবাবগঞ্জ জেলার
শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়ন আট রশিয়া,, দামো দিয়ার এলাকায় আতাউর রহমান এর বড় ছেলে গরু ব্যবসায়ী মনিমুল ইসলাম এর রুবেল গরুটি এখন চাঁপাইনবাবগঞ্জ জেলার আলোচনার তুঙ্গে রয়েছে।

পা থেকে মাথা পর্যন্ত ধপধপে সাদা ষাঁড়টির বয়স যখন নয় মাস স্থানীয় একটি গরুর হাট থেকে ক্রয় করে এনে মনিমুল ইসলাম দুই বছর যাবৎ ষাড়টি লালন পালন করে আসছে ষাঁড়টির ওজন ২০ মণ ধারণা করা হচ্ছে। এর দৈর্ঘ্য ১০ ফুট ও উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

মনিমুল ইসলাম জানান, ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার চাঁপাইনবাবগঞ্জের রুবেল কে কোরবানির ঈদের হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছেন তিনি। ষাঁড়টির ওজন এখন ২০ মণ। শুধুমাত্র খড়, ভুসি ও ভুট্টা ও আপেল, কলাসহ প্রতিদিন সাতশত টাকার খাবার খেতে দেওয়া হয় চাঁপাইনবাবগঞ্জের রুবেল কে। করা হয় প্রচুর যত্ন এ কারণেই সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ষাঁড়টি বলে দাবি মনিমুল ইসলাম এর।

কোবরানির ঈদে বিক্রির জন্য ধপধপে সাদা বর্নের রুবেল এর দাম হাঁকছেন সাড়ে পাঁচ লাখ টাকা। এর আগে এতো বড় ষাঁড় দেখেননি বলে জানান স্থানীয়রা।

এই সময় মনিমুল ইসলাম এর ভাই রাসেল জানান আমার বড় ভাই গরু ব্যবসার পাশাপাশি এই ষাঁড়টি লালন-পালন করেছেন। ষাঁড়টির পেছনে অনেক শ্রম দিতে দেখেছি তাকে।

স্থানীয়রা জানান এটি এই জেলার মধ্যে আমাদের দেখা সবচেয়ে বেশি ওজনের ষাঁড়। এতো বড় ষাঁড় আমরা এর আগে কখনো দেখিনি। মনিমুল কে ধন্যবাদ জানাই। গরু ব্যবসার পাশাপাশি গরু পালনেও সফলতা পেয়েছে সে।

মনিমুল ইসলাম জানান। ওর নাম চাঁপাইনবাবগঞ্জের রুবেল রেখেছি কারন আমার ছোট ভাইয়ের নাম রুবেল তাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি তাই তার নাম রুবেল রাখা হয়েছে। কৃষি কাজ ও গরু ব্যবসার পাশাপাশি ষাঁড়টি পালন করে এতো বড় করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন বিক্রি করতে পারলেই হলো।ষাঁড়টিকে এতো বড় করতে পারবো সেটা কখনোই ভাবিনি।’

মনিমুল ইসলাম জানান ষাঁড় টি অনেক কষ্ট করে পালন করেছি আমি এখন এটার দাম চাচ্ছি সাড়ে পাঁচ লাখ টাকা। কোন ভাই আমার ষাঁড় টি ক্রয় করতে চাইলে নিম্নে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন + মনিমুল-০১৭৯৭৬০৯৯৬৩, রাসেল,- ০১৭১১৯৯২৮০৩, রুবেল, – ০১৭৬০৫৯০৬৩৮।