নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সরকারি গাছ কাটা দায়ে ফারুক উল আজম নামের এক ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।
গত ২২এপ্রিল ফটিকছড়ি উপজেলা ১৬ নং বক্তপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ফারুক উল আজমকে ইউনিয়ন পরিষদের সরকারি গাছ কাটা অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার(২২এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে,অনুমোদনহিন ভাবে ইউনিয়ন পরিষদের সরকারি গাছ আত্নসাতের উদ্দ্যেশ্যে কর্তন করার অভিযোগ প্রমাণিত হওয়ায়
তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকারের কাছে অনুরোধ করেছিলেন জেলা প্রশাসক। এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আযম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় বর্ণিত অপরাধে একই আইনে ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী উল্লেখিত চেয়ারম্যানকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ১৬নং বখতপুর ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ-সংক্রান্ত একটি মেইল পেয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে।