মেহেরপুর জেলা প্রতিনিধি:
মেহেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আজ সোমবার সকাল ১১টায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ (উপশী জাত) ফলনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি আউস ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১ কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: খায়রুল ইসলাম
উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা চায়না পারভিন, জাকারিয়া পারভেজ, রুহুল কুদ্দুস, আশরাফুল আলম
প্রমুখ। এসময় সদর উপজেলার প্রান্তিক কৃষক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি আউস ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের চাষের পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে।
সার্বিক ব্যবস্থাপনায়, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর সদর মেহেরপুর।