মো. জুয়েল খান ( স্টাফ রিপোর্টার গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে নিজ সন্তানকে জবাই করে হত্যা করেছে পিতা । অভিযুক্ত পিতার নাম মোহাম্মদ আলী(৭০)। নিহতের নাম আনোয়ার হোসেন (২৮)।মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
অভিযুক্ত বাবা মোহাম্মদ আলী বলেন, আনোয়ার হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন ।বিদেশ থেকে ফেরত আসার পর ছেলে মাদকাসক্ত হয়ে পড়েন।এরপর তাকে মাদক নিরাময় কেন্দ্র রিহাবে পাঠান। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র রিহাবে এক বছর থাকার পর বাড়িতে চলে আসেন।
এলাকাবাসীরা বলেন আনোয়ার মাদকাসক্ত ছিল তাই মাদক সেবনের জন্য টাকা নিতো তার বাবার নিকট থেকে । বাবা মোহাম্মদ আলী টাকা দিতে ব্যর্থ হলেই বাড়িতে ঝগড়ার আওয়াজ শোনা যেত ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,বুধবার সকালে এক বাবা থানায় এসে সন্তানকে হত্যার কথা জানান ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।আইনি প্রক্রিয়া চলমান।