মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:
আজ ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। দেশের অন্যান্য অঞ্চলের মতো বাঘাইছড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। "শ্রমিক ও মালিকের ঐক্য, দেশের উন্নয়নে শক্ত ভিত্তি"-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয় র্যালি ও আলোচনা সভা।
বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনায় ইউএনও শিরিন আক্তার বলেন, "১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে যে আন্দোলন করেছিলেন এবং যে আত্মত্যাগ করেছিলেন, তা আজও স্মরণীয়। তাদের সেই আন্দোলনের প্রেক্ষিতে আজ বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রতীক হিসেবে এ দিবস পালিত হয়ে আসছে।"