ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ইউপি চেয়ারম্যান খোকন সহ ছাত্রলীগ-শ্রমিকলীগের দুই নেতা গ্রেফতার

Link Copied!

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে ইফতেখার মোমতাজ খোকন নামে এক ইউপি চেয়ারম্যান সহ ছাত্রলীগ নেতা শাহীন আলম ও শ্রমিকলীগ নেতা কামাল মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১লা মে) ভোররাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে উপজেলার রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ইফতেখার মোমতাজ খোকন (৫৫), রাজগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম (৩০) ও খারুয়া ইউনিয়নের ওয়ার্ড শ্রমীকলীগের সভাপতি কামাল মিয়া (৫৮)কে গ্রেফতার করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আইনে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ১০০ গ্রাম গাজাঁ সহ রায়হান মিয়া (২৪) ও সি.আর ওয়ারেন্টভূক্ত আসামি শাহনাজ পারভীন (৩৮)কে গ্রেফতার করে মোট ৫জনকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন আরো বলেন- জুয়া, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স। এসমস্ত অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না।

ছবি-সংযুক্ত

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
তাং- ০১/০৫/২০২৫ইং
০১৭১৫-৮১৯৭০৯