নুরুল আবছার নূরী
ফটিকছড়ি উপজেলা লেলাং গোপালঘাটা বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের গোপালঘাটা শাখার উদ্দ্যেগে পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (দঃ) ও ফাতেহা-ই- ইয়াজদাহুম উপলক্ষে ১৮ তম আজিজুম শান ওয়াজ মাহফিল মরহুম আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম চৌধুরী বাড়ি সংলগ্ন বকুলতলা ময়দানে বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ হাসিবুন সোহাদ চৌধুরী সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মেহমানে আ’লা ছিলেন শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন রাহনুমায়ে শরিয়ত ও তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত মুর্শেদ বরহক ওস্তাদ ওলামা হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাঃজিঃআঃ,বিশেষ মেহমান ছিলেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী,উদ্বোধক ছিলেন শফিকীয়া দরবার শরীফের মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন কাদের চৌধুরী,তকরির করেন হাটহাজারী ছিপাতলি জামেয়া গাউছিয়া বহুমুখী কামিল এম এ মাদ্রাসার মোফাচ্ছির আলহাজ্ব আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজানী,চট্টগ্রাম আহসানুল উলুম গাউছিয়া কামিল এম এ মাদ্রাসার মোহাদ্দেস হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইদ্রিছ আনসারী,চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন, মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন শফিকী, মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম শফিকী, মাওলানা মুহাম্মদ মুছা চৌধুরী, মাওলানা মীর মুহাম্মদ মহী উদ্দিন ফয়েজী কাওছার, মাওলানা মুহাম্মদ ঈমাম হাসান আরফাত।প্রমুখ।