মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি, রাঙামাটিঃ
বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সাব স্টেশন থেকে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই আজ সকাল ৭টা থেকে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ এখানে নতুন নয়। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রায় সময়ই এভাবে বিনা ঘোষণায় দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকে, যার কোনো পূর্বাভাস দেওয়া হয় না।
এই বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন দোকানি, ব্যবসায়ী এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলো। বিদ্যুৎ না থাকায় দোকানে ফ্রিজিং পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, কম্পিউটার ভিত্তিক কাজ বন্ধ থাকছে, মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক সেবাও ব্যাহত হচ্ছে। ফলে ব্যবসার পাশাপাশি দৈনন্দিন কাজেও দেখা দিয়েছে স্থবিরতা।
সরকারি ও বেসরকারি দপ্তরগুলোতেও স্বাভাবিক কার্যক্রম চালানো দুষ্কর হয়ে পড়েছে। কর্মকর্তারা জানান, বিদ্যুৎ না থাকায় ইলেকট্রনিক ডিভাইসভিত্তিক কাজ প্রায় অচল হয়ে পড়ে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের এই সময়ে বিদ্যুৎ সংকটে এমন পরিস্থিতি দুঃখজনক বলে মত প্রকাশ করেছেন অনেকে।
এদিকে শুধু লোডশেডিং নয়, এলাকাবাসীর অভিযোগ, মিটার রিডিং না করেই প্রতি মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভোক্তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। অনেকেই বলছেন, নিয়মিত বিল পরিশোধ করেও তারা বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন না, বরং অহেতুক বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী বলেন, "এখানে কোনো কারণ ছাড়াই বারবার বিদ্যুৎ চলে যায়। সাধারণ মানুষের ক্ষোভ এখন তুঙ্গে। আমি নিজেও এই সমস্যায় পড়েছি। তাছাড়া মিটার চেক না করেই অতিরিক্ত বিল পাঠানো হচ্ছে—এটা সম্পূর্ণ অযৌক্তিক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।"
এই পরিস্থিতিতে এলাকাবাসী বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা না করলে সাধারণ জনগণের ক্ষোভ আরও বাড়বে। তারা চান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সঠিক মিটার রিডিং নিশ্চিত করতে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিক।