ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশু সহ আটক ৪৪
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি ০৪ মে ২০২৫
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। এসময় ভারতীয় মদ উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, শুক্রবার ভোর থেকে শনিবার বিকাল পর্যন্ত পলিয়ানপুর, শ্যামকুড়, মাটিলা, কুসুমপুর ও খোসালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে নারী শিশু সহ ৪৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৭ জন নারী ও ১৯ জন শিশু।

আটকরা হলেন- খুলনার তেরখাদা থানার ধানখালী গ্রামের রফিক চৌধুরি (৬০), তার ছেলে বিল্লাল চৌধুরি (১৮), নড়াইলের ডুমুরতলা গ্রামের আশরাফুল (৩৮), একই গ্রামের আশিক বিশ্বাস (৩৩), গোপালগঞ্জের কোটালিয়া থানার জামিলা গ্রামের মাহাবুব শেখ (৫৫), নোয়াখালীর সুবর্ণচর থানার দক্ষিণ চর মজিদ গ্রামের মো. রাব্বি (২৪)।

এদিকে শনিবার বিকেল ৬টার দিকে মাটিলা বিওপির নায়েক বেলাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। অভিযানে মহেশপুর থানার মাথাভাংগাপাড়া গ্রামের আব্দুল হামিদ (৫০) ও শিমুল হোসেন (২২) নামে দুজনকে ভারতীয় মদসহ আটক করা হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক নারী ও শিশুদের যশোরে জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।