ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শত্রুতার বিষে কৃষকের পাটক্ষেত বিনষ্ট

Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শত্রুতার বিষে এক কৃষকের পাট ক্ষেত বিনষ্ট হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের ফকির চাঁদ মল্লিকের ছেলে কৃষক মোঃ আনোয়ার হোসেন বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি অভিযোগে বলেন, আমি একজন সাধারণ কৃষক। কৃষি কাজ করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করি। বারুগ্রামের সুশিল কুমার বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসের নিকট থেকে বাঘুটিয়া মাঠের ৩৪ শতাংশ জমি কটবন্ধক রেখে শান্তিপূর্ণ চাষাবাদ করে আসছি। গত এক মাস পূর্বে ওই  জমিতে পাটবপন করি। আড়কান্দি গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে এরশাদ বিশ্বাস (৬০) সাথে সুমন বিশ্বাসের বিরোধ সম্পর্কে অবগত না। আমি চাষাবাদের সময়েও কোন প্রকার বাধা কিংবা জমি বিরোধ নিয়ে আমাকে অবগত করে না। গত এক সপ্তাহের বিভিন্ন সময়ে এরশাদ বিশ^াসের সাথে দেখা হলে সে জমির ভোগদখল ছেড়ে দিতে বলে। আমি তাকে সুমন বিশ্বাসের সাথে কথা বলতে বললে সে হুমকি প্রদর্শন করে। গত ৩ মে এরশাদ বিশ^াসের সাথে বেলা ১২ টার সময় বাঘুটিয়া মাঠে দেখা হয় এবং আমাকে হুমকি দিয়া বলে, জমির ভোগদখল না ছাড়লে যে কোন সময় ফসলের বড় ধরনের ক্ষতি করবো।

মঙ্গলবার (৬ মে) সকাল ৭ টার সময় মাঠে গিয়ে দেখি আমার বপনকৃত পাটের মধ্যে ১৬ শতাংশ জমির পাট (পাট দেড় ফুট উচ্চতা) মরে বিবর্ণ হয়ে গেছে। এতে আমার ৪০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। একই দিন সকাল সাড়ে ৮ টার সময় তার বাড়ীতে গিয়েও তাকে পাওয়া যায় না। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে থানায় অভিযোগ দায়ের করেছি।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।