ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে তরুনীকে ২৩দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ১জন গ্রেপ্তার

Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী থেকে এক কিশোরী (১৫) কে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া বাসায় আটকে রেখে ২৩ দিন ধরে ধর্ষণের অভিযোগে ধর্ষণ মামলার আসামী শফিকুল (৩০) কে রাজবাড়ীর পাংশা থেকে র‌্যাব-১০ গ্রেপ্তার করেছে। শফিকুল রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত লাল চাঁদের ছেলে।

সোমবার (০৫ মে) দিবাগত রাত দেড় টার সময় রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) র সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বলেন,  গত ৮ এপ্রিল সকাল সাড়ে ১১টার সময় তরুনী (১৫)’কে তার বসতবাড়ি থেকে মোঃ শফিকুল ইসলাম ফুসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ করে। তাকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার উত্তর সুবিদখালী গ্রামের একটি ভাড়া বাসায় নিয়ে গত ৮ এপ্রিল থেকে গ ১ মে পর্যন্ত একাধিক বার ধর্ষণ করে। পরে তরুনীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় গত ৩ মে মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এ অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সোমবার (৫ মে) দিবাগত রাত দেড় টার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার পাংশা থানার পাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে। ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী সদর থাানায় হস্তান্তর করা হয়েছে।