মোঃজাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে জেলা শহরের ফকিরপাড়ার একটি বাসাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছে থাকা একটি ছোট ব্যাগ তল্লাশি করে ৪শ ৬১ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৪ হাজার ৪শ ৫০ টাকা উদ্ধার করা হয়।
গাইবান্ধা অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প সুত্রে জানা যায়, শহরের ফকিরপাড়ার সিরাজুল ইসলাম লিখনের বাড়িতে প্রতিদিন নেশার আসরসহ মাদক বেচা-কেনা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, জেলা শহরের ফকিরপাড়ার খাইরুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন (৩২), সাদুল্ল্যাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামের রকিবুল প্রধানের ছেলে রতন প্রধান (২৮) ও পলাশবাড়ি উপজেলার গোয়াল পাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সুমন মিয়া (৩০)।
পরে আটককৃতদের গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।