মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়িতে গাজীপুরের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দীনের মব ভায়োলেন্সে নৃশংস হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ মে) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে বাঘাইছড়ি ইমাম-মুয়াজ্জিন সংহতি পরিষদ ও আহলে সুন্নত ওয়াল জামায়াত।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহলে সুন্নত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক ও ইমাম-মুয়াজ্জিন সংহতি পরিষদের আহ্বায়ক মাওলানা হাফেজ কাউছার উদ্দীন নূরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শাহজাদা সৈয়দ মো. আব্দুল বারী।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাস্টার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান, উগলছড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব হাফেজ সাইফুল ইসলাম, মধ্যম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম এবং রাঙামাটি জেলা শাখার আহলে সুন্নত ওয়াল জামায়াতের সদস্য মাওলানা বশির উদ্দিন আনছারী।
উক্ত মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আগত ইমাম, আলেমগণ, সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ও তৌহিদি জনতা ব্যাপকভাবে অংশ নেন।
বক্তারা বলেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ডে দুটি পক্ষ প্রত্যক্ষভাবে জড়িত – স্থানীয় একটি সংঘবদ্ধ গোষ্ঠী, যারা সংঘবদ্ধভাবে মব তৈরি করে আক্রমণ চালায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারা কর্তৃপক্ষ, যারা একজন বন্দির প্রাপ্য চিকিৎসা নিশ্চিত না করে তার মৌলিক অধিকার হরণ করেছে। সময়মতো চিকিৎসা পেলে হয়তো এই হত্যাকাণ্ড এড়ানো যেত।”
তারা আরও বলেন, “মাওলানা রইস উদ্দীন একজন নীতিবান, নিরহঙ্কার ও ধর্মভীরু আলেম ছিলেন। তাঁর নিষ্ঠুর হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়া দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
বক্তারা এটিও উল্লেখ করেন, “এটি কেবল কোনো ব্যক্তিগত শত্রুতা নয়; বরং এটি দেশের ধর্মীয় মূল্যবোধ ও আলেম সমাজের ওপর সুপরিকল্পিত আঘাত। আমরা এর কড়া প্রতিবাদ জানাই।”
সকল বক্তারা বলেন, “যদি দ্রুত ও নিরপেক্ষ বিচার কার্যক্রম গ্রহণ না করা হয়, তবে দেশব্যাপী বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।”
সবশেষে মাওলানা রইস উদ্দীনের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হয়।