ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দহ্মিন আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রবাসি বাংলাদেশি নিহত

Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

০৭ মে ২০২৫
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে রবিউল ইসলাম রনি (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

নিহত রবিউল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।

সোমবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে রবিউল ইসলাম রনিকে গুলি করে হত্যা করা হয়।

নিহতের ভাইয়ের জামাতা তানভীর হোসেন জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন রবিউল ইসলাম রনি। এ সময় ডাকাতরা নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে প্রাইভেটকারযোগে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম রনি। তখন ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে ড্রাইভিং সিটেই তিনি নিহত হন।

পারিবারিক সুত্রে জানা গেছে, রবিউল ইসলাম রনি দীর্ঘ ২২ বছর পরিবারসহ দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আগামী বৃহস্পতিবার (৮ মে) রনির মরদেহ দেশে আসতে পারে বলে জানিয়েছেন নিহত রনির ভাইয়ের জামাতা তানভীর হোসেন আদনান। এদিকে রনির মৃত্যুতে তার পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া