ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩জন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
মে ১০, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুইটি সুইচ গেয়ার চাকু সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ভোলা জেলার লালমোহন থানার পশ্চিম চরমেদ, ৮নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে বর্তমান নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শিবু মার্কেট কায়েমপুর রনির বাড়ির ভাড়াটিয়া নাজিম উদ্দিন (২৫), ফরিদপুর কোতয়ালী থানার গোয়ালে টিলা গ্রামের মোঃ জাফরের ছেলে বর্তমান নারায়নগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ থানার সস্তাপুর ইমান হাজীর বাড়ির ভাড়াটিয়া মোঃ সুমন (২২), বরিশাল জেলার উজিরপুর থানার গাজির পাড় গ্রামের বাবুল বেপারীর ছেলে ও নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার লামা পাড়া, বাবুলের বাড়ির ভাড়াটিয়া শুভ বেপারী (২৮)।
শুক্রবার (০৯ মে) দিবাগর রাত দেড় টার সময় গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে রাজবাড়ী-ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স সহ রাত দেড় টার সময় গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে রাজবাড়ী-ঢাকাগামী মহাসড়কের উপর থেকে নাজিম উদ্দিন, মোঃ সুমন ও শুভ বেপারীকে দুইটি সুইচ গেয়ার চাকু সহ গ্রেপ্তার করে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেরকে শরিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।