ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে বিস্ফোরক মামলায় এজাহার নামীয় আসামীসহ গ্রেফতার ৩

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি
মে ১০, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক ও নাশকাতা মামলায় এজাহার নামীয় এক আসামীসহ তিন আওয়ামী লীগ সমর্থককে গ্রেফতার করেছে। শনিবার (১০ মে) রাত ১টার দিকে শেরপুর শহরতলীর দুবলাগাড়ী এলাকা নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর উপজেলার দুবলাগাড়ী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এজাহার নামীয় আসামী মো. শামসুল হক (৫৩), তার ছেলে মো. শাহীন হোসেন (২৪) ও একই এলাকার মো. আবুল কালামের ছেলে মো. নাহিদ ইসলাম (২৫)। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মাঝে মো. সামসুল হক গত ২ নভেম্বর শেরপুর থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামী। বাকিরা ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামী। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।