নুরুল আবছার নূরী চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি:
শফিকীয়া দরবার শরীফে জিলক্বদ মাসের জিকির ও পবিত্র হজযাত্রীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৯ মে শুক্রবার ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফে বাদে জুমা বায়তুল মুনির জামেমসজিদ মাসিক জিকির মাহফিলও পবিত্র হজযাত্রীদের জন্য দোয়া মাহফিল শফিকীয়া দরবারে প্রতিষ্টতা সাজ্জাদনশীন রাহনুমায়ে শরিয়ত তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত মুরশেদে বরহক ওস্তাদ ওলামা হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাঃজিঃআঃ ছদারতে বায়তুল মুনির জামেমসজিদে অনুষ্ঠিত হয়। উপস্হিত ছিলেন দরবারের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী ও মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন কাদের চৌধুরী। মাহফিলে তকরির করেন চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার মোহাদ্দেস ও বায়তুল মুনির জামেমসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন, মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম শফিকী, নাজিরহাট জানেয়া মিল্লীয়া আহমদীয়া কামিল এম এ মাদ্রাসার সাবেক মোদারিস মাওলানা মুহাম্মদ বজলুর রহমান মুনিরী কাঞ্চনপুরী,মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম শফিকী, সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ আছমত উল্লাহ চৌধুরী প্রমুখ।
মাহফিলের শেষে দেশ জাতির ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মুনাজাত করেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।