মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুর থেকে সোমবার বিকেল ৪ টার সময় হাট লক্ষ্মীপুরের জনতা ব্যাংকের সামনে SKS এনজিও থেকে এক ঋণ গ্রহীতা মহিলা দেড় লক্ষ টাকা উত্তোলন করেন। উত্তোলনের সঙ্গে সঙ্গেই চিলের মত ছো মেরে এই লাল হোন্ডা চালানো ছেলেটি ছিনতাই করে পালিয়ে যায়। লক্ষ্মীপুরের সচেতন মহল জানান গাইবান্ধার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসন তৎপর হলেই ছেলেটিকে ধরলে উদ্ধার হবে ১,৫০,০০০ টাকা। সেইসঙ্গে গাইবান্ধা সদরের লক্ষীপুর বাসি ফিরে পাবে তাদের কাঙ্ক্ষিত সম্মান।